৩২ নম্বর স্প্যানটি বসানোর মাত্র আট দিনের মাথায় বসানো হলো পদ্মা সেতুর ৩৩তম স্প্যান। দুপুরে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ৩ ও ৪ নম্বর পিলারের উপর এই স্প্যান বসানো হয়। এর ফলে দৃশ্যমান হলো সেতুর ৪ হাজার ৯৫০ মিটার। প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের জানিয়েছেন, স্রোতের কারণে স্প্যানগুলো বসাতে সকাল থেকে বেশ বেগ পেতে হয়েছে। এই স্প্যানটি বসানোর পর এখন বাকি আছে মাত্র ৮টি স্প্যান। সেগুলো মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে রাখা আছে। যতো দ্রুত সম্ভব বাকিগুলো বসানো হবে বলে জানা গেছে।