তুরিনোর মাঠে শনিবার স্থানীয় সময় বিকেলে সিরি ‘আ’র ম্যাচটি ২-২ ড্র হয়েছে। ফেদেরিকো চিয়েসার গোলে জুভেন্টাস এগিয়ে যাওয়ার পর আন্তোনিও সানাব্রিয়ার জোড়া গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। নগর প্রতিপক্ষ দলটির বিপক্ষে শেষ দিকে সমতা টানেন পর্তুগিজ ফরোয়ার্ড। তবে শুরুতে অফসাইডের বাঁশি বাজে; কিন্তু পরে ভিএআরের সাহায্যে গোল দেন রেফারি। আসরে সর্বোচ্চ গোলদাতা রোনালদোর গোল হলো ২৪টি।
লিগে টানা দুই ম্যাচ জয়শূন্য রইলো জুভেন্টাস। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে নবাগত বেনেভেন্তোর বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে হেরেছিল আন্দ্রেয়া পিরলোর দল।
এই ড্রয়ে জুভেন্টাসের টানা দশমবারের মতো লিগ শিরোপা জয়ের আশা আরও ফিকে হয়ে গেল। শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৯ পয়েন্টে পিছিয়ে আছে তারা। ২৮ ম্যাচে ১৬ জয় ও আট ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে নেমে গেছে তুরিনের বুড়িরা। সমান পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ক্রোতোনে ৪-৩ গোলে হারানো নাপোলি।
একই রাতে উদিনেজেকে ৩-২ গোলে হারিয়ে ৫৮ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে ২৯ ম্যাচ খেলা আতালান্তা। এছাড়া, ঘরের মাঠে হোঁচট খেয়েছে এসি মিলান। সাম্পদোরিয়ার বিপক্ষে ১-১ ড্র করা মিলান ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান।