স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক করোনায় আক্রান্ত

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক করোনায় আক্রান্ত

বাংলাদেশ

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ আলম ও অধিদপ্তরের এমআইস শাখার পরিচালক ডা মিজানুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২০ মার্চ) তারা দু’জনই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।‌ এছাড়াও অধিদপ্তরে তাদের আগেই আক্রান্ত হয়েছেন আরও ছয় জন কর্মচারী।

তারা জানিয়েছেন, এখনও তারা দুজনেই সুস্থ আছেন এবং নিজ নিজ বাসায় অবস্থান করছেন। দেশবাসীর কাছে তারা দোয়া প্রার্থনা করেছেন।মহাপরিচালক জানান, প্রথমে অধিদপ্তরের ছয়জন কর্মচারী করোনায় আক্রান্ত হন। যারা সব সময় তাদের আশেপাশেই থাকতেন।

অপরদিকে, ডা.মিজানুর রহমান বলেন, করোনা উপসর্গ দেখা দিলে আমি ও ডিজি মহোদয় নমুনা পরীক্ষা করাই। গত দুই দিন আগে নমুনা পজিটিভ আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *