আসামে নির্বাচনের মুখেই বিজেপির সঙ্গ ত্যাগ করেছে বোরোল্যান্ড পিপলস ফ্রণ্ট (বিপিএফ)। নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে লড়াই করবে বিপিএফ। বিপিএফ নেতা হাগ্রামা মোহিলারি জানান, শান্তি, ঐক্য ও উন্নয়নের কাজ করার জন্য এবং রাজ্যে শক্তিশালী স্থায়ী সরকার গঠনের লক্ষ্যে দল কংগ্রেসের সঙ্গে মহাজোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী বিধানসভা নির্বাচনে জোটের সঙ্গে হাতে হাত রেখে লড়াই করবে বিপিএফ। তবে, চলতি বছরই রাজ্যের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা জানান, বিপিএফের সঙ্গে জোট করে ভোটে লড়াই করবে না দল। শেষ বিধানসভা নির্বাচনে ১২৬ টি আসনের মধ্যে ১২ টিতে জয় পেয়েছিল বিপিএফ। প্রথমে কংগ্রেসে থাকলেও, পরে বিজেপির সঙ্গে জোট গঠন করে দলটি।
কিন্তু, বড়োল্যান্ড টেরিটোরিয়ল কাউন্সিল নির্বাচনে বিপিএফকে দূরে রেখে, অন্য একটি দলের সমর্থন করে বিজেপি। গত ডিসেম্বরে কাউন্সিল নির্বাচনে ৪০ টির মধ্যে ১৭ টি আসন পেয়ে একক বৃহত্তম দল হয় বিপিএফ। কিন্তু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইউনাইটেড পিপলস পার্টি লিবারালকে ১২ টি আসনে জয়ী হওয়ার জন্য অভিনন্দন জানান। ফলে, বিপিএফের সঙ্গে বিজেপির দূরুত্ব আরও গভীর হয়।