সোশ্যাল মিডিয়ার কল্যানে হিরো আলম এখন আলোচিত তারকা।এরইমধ্যে দুটি সিনেমা মুক্তি পেয়েছে তার অভিনীত। পাশাপাশি গত কিছুদিন ধরে টানা গান প্রকাশ করে যাচ্ছেন তিনি।এসব গানের মাধ্যমে আলোচনার পাশাপাশি সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে।
তবে হিরো আলম নাছোরবান্দা। সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না তিনি। নিজের মতো করে কাজ করে যাচ্ছেন।সম্প্রতি তিনি জানালেন, নিজের ক্যারিয়ারের তিন নাম্বার ছবির কাজ শুরু করছেন তিনি। এর আগে ‘মার ছক্কা’ ও ‘সাহসী হিরো আলম’ নামে দুটি ছবি মুক্তি পেয়েছে তার। এবার তিন নম্বর ছবিটি প্রযোজনাও করবেন তিনি। এটি হবে তার প্রযোজিত দ্বিতীয় ছবি।