ভারতের পেট্রাপোল স্থলবন্দরের শ্রমিকদের আন্দোলনের কারণে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। রোববার সকাল থকে বন্দরের সব ধরনের পণ্য আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। বেনাপোল বন্দর
সূত্রে জানা গেছে, ভারতের বনগাঁ পেট্রাপোল অঞ্চলে শ্রমিকদের জীবন-জীবিকা বাঁচাও কমিটির আন্দোলনের কারণে রোববার পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা আমদানি-রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দেওয়ায় ওপারে
বন্দরের সব কাজকর্ম বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে পুনরায় আমদানি রপ্তানি চলবে বলে জানান তিনি। তবে বেনাপোল বন্দর খোলা রয়েছে। শুল্ক বিভাগের স্বাভাবিক কাজ-কর্ম, পণ্য খালাস এবং আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার চলছে।