ক্যানসারকে হার মানিয়ে ২০২১ টোকিও অলিম্পিকে কোর্টে ফিরতে চান একসময় বিশ্ব টেনিস র্যাংকিংয়ে ছয়ে থাকা কার্লা সুয়ারেজ নাভারো।
হজকিন লিম্ফোমা নামে এক ধরনের ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে গত বছর টেনিস থেকে ছিটকে গিয়েছিলেন এ স্প্যানিশ টেনিস তারকা। তবে ক্যানসারের চিকিৎসায় এখন ‘বেশ ভালো’ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। অলিম্পিকে অংশগ্রহণ করেই টেনিস থেকে অবসর নিবেন বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কার্লা বলেন, ‘আমি চাই না মানুষ আমার হাসপাতালের সত্তাকে মনে রাখুক। তাই আমি আবার বড় টুর্নামেন্টে ফিরতে চাই। অলিম্পিক দিয়ে আমার টেনিস পরিবার ও টেনিস ভক্তদের বিদায় বলতে পারলে সেটা স্বপ্নপূরণের মতোই হবে।