সিরিয়া বিষয়ে মার্কিন নীতি ব্যর্থ হয়েছে এবং ২৬০ কোটি ডলার খরচ করে যেসব মিত্র যোদ্ধা তৈরি করা হয়েছে তারা নিজেদের রক্ষা করতে পারবে না। ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনে সোমবার প্রকাশিত এক কলামে এই মন্তব্য করেছেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট রবার্ট এস. ফোর্ড।
তিনি বলেন, ছয় বছরে ২৬০ কোটি ডলার খরচ করার পর উত্তর-পূর্ব সিরিয়ায় আমেরিকা যেসব অনুগত যোদ্ধা তৈরি করেছে তারা নিজেদেরকে রক্ষা করতে সক্ষম নয়। এরা আমেরিকার সুরক্ষায় রয়েছে কিন্তু প্রতিবেশী শত্রুদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে না।
ফলে স্বায়ত্ত্বশাসিত অঞ্চল আমেরিকার সম্পদ ও রসদের ওপর নির্ভরশীল থাকবে। এ অবস্থায় তিনি সিরিয়া থেকে প্রেসিডেন্ট জো বাইডেনকে সেনা প্রত্যাহারের পরামর্শ দেন।
রবার্ট এস. ফোর্ড বলেন, সিরিয়ায় বর্তমানে যে শত শত সেনা মোতায়েন রয়েছে তা প্রত্যাহার করলেই জো বাইডেন ভালো করবেন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে নিয়ন্ত্রণ করার বিষয়টি রাশিয়া ও তুরস্কের ওপর ছেড়ে দেয়ারও পরামর্শ দেন তিনি।
আমেরিকার এ কলামিস্ট আরও বলেন, কুর্দি গেরিলারা যখন আমেরিকার সমর্থন পায় তখন তারা হামলা জোরদার করে।