দিনাজপুরের বিরল উপজেলার ফরক্কাবাদ জয়নুল মুদিখানা নামক এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফরাক্কাবাদ ইউপি’র ডাঙ্গাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে লাজু ইসলাম (২৫), শরিফ উদ্দীনের ছেলে মামুন হোসেন (৩০) ও মোজাম হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০)।
বিরল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাহারুল ইসলাম জানান, রাত ১০ টার দিকে জেলার বিরল উপজেলার ফরক্কাবাদ এলাকায় বোচাগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়। ঘটনার সাথে সাথে স্থানীয় জনতা যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে ফায়ার সার্ভিসের দিনাজপুর ও বিরল স্টেশনের কর্মীরা যৌথ সহযোগিতায় থানা পুলিশ নিহতরে মরদেহ উদ্ধার করে ও যানচলাচল স্বাভাবিক করে।
বিরল থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নিয়ে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করেছে। এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।