ভারতের জনপ্রিয় সংগীত রিয়েলিটি শো **ইন্ডিয়ান আইডল**-এর ১৫তম সিজনের চ্যাম্পিয়ন হয়েছেন পশ্চিমবঙ্গের মানসী ঘোষ। এই প্রথমবারের মতো কোনো বাঙালি প্রতিযোগীর হাতে উঠল ইন্ডিয়ান আইডলের শ্রেষ্ঠত্বের মুকুট। ফাইনালে মানসীকে প্রথম রানার-আপ হিসেবে অনুসরণ করেন রাজ্যেরই আরেক প্রতিযোগী শুভজিৎ চক্রবর্তী, আর তৃতীয় স্থান অর্জন করেন স্নেহা শঙ্কর।
গতকাল রোববার রাতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। মানসী ঘোষ বিজয়ী হওয়ার পাশাপাশি পেয়েছেন ট্রফি, নগদ ২৫ লাখ রুপি এবং একটি নতুন গাড়ি। সঙ্গে পেয়েছেন একাধিক প্লেব্যাক গানের প্রস্তাবও। বিচারক বাদশা ঘোষণা দিয়েছেন, ফাইনালের দিনই মানসীর সঙ্গে গান গাইবেন তিনি। ইতোমধ্যে মানসী বিখ্যাত গায়ক শানের সঙ্গেও একটি গান রেকর্ড করেছেন।
বিজয়ী হওয়ার পর আবেগঘন প্রতিক্রিয়ায় মানসী জানান, “পরিবারের সবাই ফাইনালে উপস্থিত ছিল। সবাই আবেগে কাঁদছিল আর আনন্দ করছিল। আমি নিজেও বুঝে উঠতে পারছিলাম না—জয়ের পর আমার অনুভূতি কী হওয়া উচিত। এটা এক অন্যরকম মুহূর্ত। জীবন পুরো পাল্টে গেছে।”
মানসী উত্তর ২৪ পরগনার নিমতা পাইকপাড়ার বাসিন্দা। মাত্র চার বছর বয়সে মা-বাবার ইচ্ছায় সংগীতচর্চা শুরু করেন তিনি। ১৩ বছর বয়সে প্রথমবার স্টেজে গান গাওয়ার অভিজ্ঞতা হয় তাঁর, আর ১৫-১৬ বছর বয়স থেকেই স্টেজ শো করে উপার্জন শুরু করেন। পরিবারকে সাহায্য করার পাশাপাশি চালিয়ে গেছেন পড়াশোনাও।
২০২১ সালে মানসী প্রথমবার সংগীতবিষয়ক রিয়েলিটি শো **সুপার সিঙ্গারে** অংশ নিয়ে দ্বিতীয় হন। তবে সেখানেই থেমে থাকেননি। নিজেকে আরও প্রস্তুত করে গত বছর অডিশন দেন ইন্ডিয়ান আইডলের জন্য। শুরু থেকেই নজর কাড়েন বিচারকদের, আর ধারাবাহিক ভালো পারফরম্যান্স দিয়ে সাত-আট মাস ধরে দর্শক ও বিচারকদের মন জয় করে শেষ পর্যন্ত জয়ী হন প্রতিযোগিতার শ্রেষ্ঠ আসনে।