নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল কায়েদার আস্তানা এখন ইরানে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। মঙ্গলবার এক বক্তৃতায় এ অভিযোগ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
পম্পেও এর আগে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনের সঙ্গে দেখা করেছেন। ওয়াশিংটনের একটি ক্যাফেতে ইয়োসি কোহেনের সঙ্গে খাবার খেতে দেখা গেছে মাইক পম্পেওকে। খবর এবিসি ও পলিটিকোর।
ওয়াশিংটনের প্রেসক্লাবে মাইক পম্পেও ইরানবিরোধী বক্তব্য রাখার আগে ইয়োসি কোহেনের সঙ্গে সাক্ষাৎ করেন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারের হামলার ঘটনায় আল কায়েদাকে দায়ী করার পাশাপাশি এ হামলায় প্ররোচনার জন্য ইরানকে দায়ী করেন পম্পেও।