ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে
দুই মামলার আদেশের জন্য নতুন দিন ধার্য করেছেন আদালত। আগামী ১৯ জানুয়ারি এ দিন ধার্য করা হয়।
মঙ্গলবার (১২ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত এই দিন ধার্য করেন। এদিন সাঈদ খোকনের বিরুদ্ধে পৃথক দুই মামলা গ্রহণের বিষয়ে আদেশের জন্য ধার্য ছিল।
কিন্তু বিচারক আজ আদেশ না দিয়ে নতুন দিন ধার্য করেন।
গতকাল সোমবার (১১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে কাজী আনিসুর রহমান ও অ্যাডভোকেট মো. সারওয়ার আলম বাদী হয়ে মামলা দুটি করেন।
আদালত দুই বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর শুনানি শেষে আদালত আদেশের জন্য মঙ্গলবার ধার্য করেন।
খোকন আরো বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর তাপস ডিএসসিসির শত শত কোটি টাকা তাঁর নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তর করেছেন।’ এই বক্তব্যের মাধ্যমে সাঈদ খোকন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মানহানি করে দণ্ডবিধি আইনের ৫০০ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এর আগে গতকাল সোমবার সকাল ১১টার দিকে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সাঈদ খোকনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তাপস।
রাজধানীর গোপীবাগ এলাকার বক্স কালভার্ট থেকে ময়লা ও বর্জ্য অপসারণকাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাপস বলেন,
বিভিন্নভাবে যাঁরা টাকা লেনদেন করেছেন তাঁরাই উনার (সাঈদ খোকন) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন। এই অভিযোগ আমার নিজের নয়।
তাপস আরো বলেন, ‘শনিবার মানববন্ধনে উনি যে বক্তব্য দিয়েছেন তা মানহানিকর। এমন বিষোদগার ব্যক্তিগত আক্রোশ। মানহানিকর বক্তব্য
দেওয়ায় অবশ্যই উনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।