হাইকোর্ট রায় দিয়েছেন, এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবেন না। আদালত নির্দেশ দিয়েছে, আগামী ছয় মাসের মধ্যে উপযুক্ত পদবি নির্ধারণের ব্যবস্থা নিতে। বুধবার এই সংক্রান্ত দুটি রিটের শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চ এই রায় দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এফ এম সাইফুল করিম জানিয়েছেন, যারা পূর্বে এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়াই ‘ডাক্তার’ উপাধি ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব নয়, তবে এখন থেকে রায়ের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া যাবে।
২০১০ সালের ডিসেম্বরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন প্রণীত হয়। ডিপ্লোমাধারী ব্যক্তিরা এই আইনটির বিরুদ্ধে বৈষম্য অভিযোগ তুলে ২০১৩ সালে রিট করেন। এছাড়া গত বছরও ২৯ ধারার বৈধতা নিয়ে রিট করা হয়। আজ হাইকোর্ট দুটি রিটের ওপর রায় দিয়ে প্রথমটি খারিজ এবং দ্বিতীয়টি নিষ্পত্তি করেছে।