ঈদের বিশেষ ইত্যাদিতে একসঙ্গে গান করলেন হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান।

বিনোদন

### এবারের ঈদের ‘ইত্যাদি’তে চমক, একসঙ্গে গাইলেন হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান

ঈদের ‘ইত্যাদি’ মানেই বিশেষ চমক, আর এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রতিবারের মতোই দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছে জনপ্রিয় এই অনুষ্ঠান। ঈদের ‘ইত্যাদি’র অন্যতম আকর্ষণ হলো এর বিশেষ সংগীত আয়োজন, যা বরাবরই বাড়তি উন্মাদনা সৃষ্টি করে। এবারের বিশেষ আকর্ষণ হিসেবে একসঙ্গে গান গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান।

এর আগে একসঙ্গে কাজ করলেও, কখনোই একসঙ্গে গান করেননি এই দুই তারকা। এবারই প্রথমবারের মতো ‘ইত্যাদি’র মঞ্চে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন তাঁরা। গানটির কথা লিখেছেন ইনামুল তাহসিন, আর সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান।

গানটি চিত্রায়িত হয়েছে মনোরম এক লেকবেষ্টিত স্থানে, যেখানে পাঁচ হাজারের বেশি দর্শকের সামনে পারফর্ম করেছেন হাবিব ও প্রীতম। এছাড়া, ফাগুন নিকেতনেও গানটির কিছু অংশের শুটিং করা হয়েছে।

হাবিব ওয়াহিদ নতুন প্রতিভাদের সঙ্গে কাজ করতে পছন্দ করেন। তিনি শুধু নতুন শিল্পীদেরই সুযোগ দেন না, বরং অনেক নবীন গীতিকারকেও তুলে এনেছেন। বহু জনপ্রিয় গান উপহার দেওয়ার মাধ্যমে নিজের একটি স্বতন্ত্র সংগীতধারা তৈরি করেছেন হাবিব।

অন্যদিকে, প্রীতম হাসান তাঁর সংগীতে লোকগান ও বাউল সুরের প্রতি আলাদা আগ্রহ দেখিয়ে থাকেন। তাঁর গানগুলোতে ঐতিহ্য, গ্রামীণ সংস্কৃতি ও আধুনিকতার মিশ্রণ পাওয়া যায়, যা শ্রোতাদের কাছে ভিন্নমাত্রা এনে দেয়। শুধু সংগীতে নয়, অভিনয়েও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন প্রীতম। ২০১২ সালে ‘ইত্যাদি’র বরিশাল পর্বের মাধ্যমে প্রথমবারের মতো টিভি পর্দায় উপস্থিত হন তিনি।

দুই শিল্পীর নিজ নিজ সংগীতশৈলী মাথায় রেখেই এবারের গানটি তৈরি করা হয়েছে। আর সেই গানেই একসঙ্গে পারফর্ম করেছেন তাঁরা ‘ইত্যাদি’র মঞ্চে।

প্রতি বছরের মতো এবারের ‘ইত্যাদি’ও প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে, ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত, আর নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *