ফরাসি নির্মাতার নাটকে উঠে এলো ঢাকার হকারদের জীবন।

বিনোদন

ঢাকাকে হকারদের শহর বলা হয়, যেখানে ফুটপাত, বাসস্ট্যান্ড, রেলস্টেশন থেকে শুরু করে গলির মোড়েও তাদের দেখা যায়। প্রতিদিন লক্ষাধিক মানুষ হকারি করে জীবিকা নির্বাহ করে, ক্রেতাদের আকৃষ্ট করতে তারা ছন্দময় ভঙ্গিতে পণ্যের বিবরণ দেয়।

এই হকারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ আয়োজন করেছে কমেডি নাটক *‘সং অব হকারস’*। ২০ ও ২১ মার্চ রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে প্রতিদিন বিকেল ৩:৩০ মিনিটে নাটকটি মঞ্চস্থ হবে।

ফরাসি নির্মাতা জাজি হিয়ুন এই নাটকের গল্প লিখেছেন এবং নির্দেশনা দিয়েছেন। এতে হাস্যরসাত্মকভাবে হকারদের জীবনের তিনটি গল্প তুলে ধরা হবে— *‘দ্য সিক্রেট’, ‘দ্য থিফ রিঅ্যাওয়ার্ড’* ও *‘দ্য কম্পিটিশন’*।

নাটকটির পরিবেশনায় গ্র্যান্ড গিগনল থিয়েটারের কৌশল ব্যবহার করা হয়েছে, যা ঊনবিংশ শতাব্দীর একটি ফরাসি থিয়েটার শৈলী। গান, নৃত্য ও পাপেটের মাধ্যমে অভিনয়শিল্পীরা হকারদের চরিত্র ফুটিয়ে তুলবেন।

*সং অব হকারস* নাটকের প্রধান সহকারী প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ। সংগীত পরিকল্পনায় আছেন রাহুল আনন্দ, নৃত্য পরিকল্পনা করেছেন ফরহাদ এ শামিম। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমাম হোসেন, এম এস রানা, পি কে ফজল ও সুরাইয়া মৌ।

নাটকটি দেখার জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই, অনলাইনে নিবন্ধন করলেই বিনামূল্যে উপভোগ করা যাবে *সং অব হকারস*।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *