দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া, যিনি তার অভিনয় এবং ‘আজ কি রাত’ এর মতো আইটেম গানের মাধ্যমে লাখো পুরুষের হৃদয় জয় করেছেন, মাঝে মাঝে সিনেমা এবং ব্যক্তিগত জীবনের কারণে চর্চায় থাকেন। কিছু সময় আগে গুঞ্জন ওঠে যে, তিনি অভিনেতা বিজয় বর্মার সঙ্গে সম্পর্কের মধ্যে রয়েছেন। ২০২৩ সালে এই গুঞ্জনটি সত্যি বলে প্রকাশ্যে আসে, যখন তারা নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন। তখন শোনা যায়, শিগগিরই তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন। তবে, সম্প্রতি তামান্নার এক ঘনিষ্ঠ সূত্র জানায়, তাদের সম্পর্ক আর নেই।
পিঙ্কভিলার একটি প্রতিবেদনে জানা গেছে, তামান্না এবং বিজয় কিছু সপ্তাহ আগে আলাদা হয়ে গেছেন, তবে আনুষ্ঠানিকভাবে তারা কিছু জানায়নি। তামান্না তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বিজয়ের সঙ্গে তোলা সব ছবি মুছে ফেলেছেন।
সূত্রের বরাত দিয়ে পিঙ্কভিলায় বলা হয়েছে, যদিও তামান্না ও বিজয়ের বিচ্ছেদ ঘটেছে, তারা এখনও ভালো বন্ধু হিসেবে রয়েছেন এবং বর্তমানে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্নাকে প্রশ্ন করা হয়, তারা কি এ বছর বিয়ের পরিকল্পনা করছেন? উত্তরে তিনি বলেন, “আমি জীবন নিয়ে খুবই খুশি। বিয়েও হতে পারে, কেন নয়?” তিনি আরও জানান, “বিয়ে ও ক্যারিয়ারের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি উচ্চাভিলাষী এবং বিয়ের পরও অভিনয় চালিয়ে যাব।”
২০২৩ সালে ইংরেজি নববর্ষের এক পার্টিতে প্রথমবার একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই তামান্না ও বিজয়ের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। তারা একাধিক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হয়ে সম্পর্কের বিষয়টি আরও জোরালো করেন। পরবর্তীতে, ‘লাস্ট স্টোরিজ ২’ ওয়েব সিরিজের প্রচারে গিয়ে তারা নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে জানান।
২০২৪ সালে, ফিল্ম কম্পানিয়ন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না বিজয়কে তার ‘হ্যাপি প্লেস’ বলে উল্লেখ করেন, এবং বিজয়ও একাধিক সাক্ষাৎকারে তামান্নার প্রতি তার ভালোবাসার কথা জানান।