চিত্রনায়িকা তমা মির্জা ও নির্মাতা রায়হান রাফীর সম্পর্ক নিয়ে গুঞ্জন অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। এ নিয়ে বহুবার আলোচনায় এসেছেন এই নির্মাতা ও অভিনেত্রী। দুজনই আগেও জানিয়েছেন, তাঁদের মধ্যে প্রেমের কোনো সম্পর্ক নেই, বরং তাঁদের বন্ধুত্বের সম্পর্কটাই দৃঢ়। তবে অনেকের মতে, একসময় তাঁদের সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হলেও এখন তা কেটে গিয়ে ঘনিষ্ঠতা আবারও বেড়েছে।
গতকাল (৩ মার্চ) ছিল রায়হান রাফীর জন্মদিন। এদিন তিনি মা ও তমা মির্জাকে সঙ্গে নিয়ে কেক কাটেন। রাতে তমার আয়োজনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন মেহজাবীন, আদনান আল রাজীব, তানজিয়া মিথিলা, সাদিয়া আয়মান, শাহরিয়ার শাকিল, সামিরা খান মাহি, রেদওয়ান রনি এবং আরও অনেকে।
রাতের সেই আয়োজনের ছবি ফেসবুকে পোস্ট করে রাফী লিখেছেন, “এখন পর্যন্ত আমার জীবনের সেরা জন্মদিন। ধন্যবাদ তমা এবং আমার পরিবার,” সঙ্গে যুক্ত করেছেন ভালোবাসার ইমোজি। একই ছবি শেয়ার করে তমাও লিখেছেন, “মনে রাখার মতো একটি রাত।”
গত বছর তমার জন্মদিনেও রাফী একটি পোস্ট দিয়েছিলেন, যেখানে তিনি লিখেছিলেন, “আমি খুব সৌভাগ্যবান যে তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম।”
শুধু জন্মদিনের আয়োজন নয়, রাফীর পরিবারের যেকোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে বা কঠিন সময়ে তমাকে পাশে থাকতে দেখা গেছে। যেমন, এ বছরের জানুয়ারিতে রাফীর বাবা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে, তখনো তমা তাঁর পাশে ছিলেন। তাঁদের ঘনিষ্ঠজনদের মতে, রাফী ও তমা একে অপরের প্রতি আন্তরিক ও শ্রদ্ধাশীল, এবং তাঁদের সম্পর্ক বন্ধুত্বের চেয়েও গভীর।
পেশাগতভাবেও তাঁরা একসঙ্গে কাজ করছেন। রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করেছেন তমা মির্জা। খুব শিগগির মুক্তি পাবে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত রাফীর নতুন ওয়েব ফিল্ম ‘আমলনামা’, যেখানে তমাও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সব মিলিয়ে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে, অনেকেই মনে করছেন, এটি শুধু বন্ধুত্ব নয়, এর চেয়েও বেশি কিছু।
তবে চারদিকে যখন তাঁদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছে, তখন তমা মির্জা স্পষ্ট করে জানালেন, এসব ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছেন তিনি। ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, “জোরালোভাবে অনুরোধ করছি এই ধরনের বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও অপ্রয়োজনীয় গুজব না ছড়ানোর জন্য। একজন শিল্পী হিসেবে আমার প্রধান দায়িত্ব আমার কাজে মনোযোগী থাকা, এবং বর্তমানে আমি সেটাই করছি।”