১৬ দিন ধরে হ্যাকারদের কবলে শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল, পুনরুদ্ধারে ব্যর্থতা
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে এবং গত ১৬ দিন ধরে এটি সাইবার হ্যাকারদের দখলে রয়েছে। বারবার চেষ্টা করেও এক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত হতাশা প্রকাশ করে ভক্তদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি অনুরোধ করেছেন, তাঁর অ্যাকাউন্ট থেকে শেয়ার করা কোনো লিংকে যেন কেউ ক্লিক না করেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ ফেব্রুয়ারি শ্রেয়া ঘোষালের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়। তিনি জানিয়েছেন, ওই দিন থেকে নিজের প্রোফাইলে প্রবেশ করতে পারছেন না, এমনকি অ্যাকাউন্ট ডিলিট করারও কোনো উপায় পাচ্ছেন না।
গত শনিবার শ্রেয়া ঘোষাল এক্স হ্যাকিং প্রসঙ্গে হতাশা প্রকাশ করে বলেন, ‘১৩ ফেব্রুয়ারি থেকে আমার এক্স অ্যাকাউন্ট হ্যাকড রয়েছে। এক্স টিমের সঙ্গে যোগাযোগের জন্য যতটা সম্ভব চেষ্টা করেছি, কিন্তু কেবল কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি স্বয়ংক্রিয় কিছু উত্তর ছাড়া আর কোনো সহায়তা পাইনি। এমনকি আমার অ্যাকাউন্টটি ডিলিট করারও সুযোগ নেই, কারণ লগইনই সম্ভব হচ্ছে না।’
এ অবস্থায় ভক্তদের সতর্ক করে তিনি বলেন, ‘আমার অ্যাকাউন্ট থেকে কোনো মেসেজ এলে এড়িয়ে যান। কোনো লিংক গেলে তাতে ক্লিক করবেন না, কারণ এগুলো স্প্যাম। অ্যাকাউন্ট পুনরুদ্ধার হলে আমি নিজেই ভিডিও বার্তার মাধ্যমে জানিয়ে দেব।’