সিনেমা জগতের তারকাদের প্রেম ও বিয়ে সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। ভক্তদের আগ্রহও থাকে তুঙ্গে। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং বিশ্বসুন্দরী সুস্মিতা সেনও এর ব্যতিক্রম নন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বিয়ে না করার কারণ এবং বিয়ের ক্ষেত্রে তাঁর শর্ত নিয়ে খোলামেলা কথা বলেছেন।
মাত্র ১৮ বছর বয়সেই খ্যাতির শীর্ষে পৌঁছানো সুস্মিতা সেন বরাবরই ব্যক্তিত্ব ও স্বাধীনচেতা মনোভাবের জন্য পরিচিত। ব্যক্তিগত জীবন নিয়েও কখনো রাখঢাক করেননি। অল্প বয়সেই দুই কন্যাসন্তান দত্তক নিয়ে মাতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। তবে বিয়ের ব্যাপারে তিনি এখনো অপেক্ষায়।
এক ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, “আমি অবশ্যই বিয়ে করতে চাই, তবে এমন একজনকে খুঁজে পেতে হবে, যার সঙ্গে সত্যিকারের মানসিক সংযোগ হবে। বিয়ে শুধু সামাজিক বন্ধন নয়, এটি মনের সম্পর্ক। সেই বিশেষ মানুষকে খুঁজে পেলেই বিয়ে করব।”
তিনি মজার ছলেই আরও যোগ করেন, “আমার চাহিদার তালিকাটি বেশ লম্বা! যেদিন সেই তালিকার সঙ্গে মিলে যাবে, সেদিনই বিয়ে করে ফেলব। তার আগে এভাবেই বেশ ভালো আছি!”