ঈদে দেশে, ২৫ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘জংলি’

বিনোদন

ঈদে দেশীয় প্রেক্ষাগৃহে, ২৫ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে ‘জংলি’

চলতি বছরের শুরুতেই জানা গিয়েছিল, রোজার ঈদে মুক্তি পাবে এম রাহিম পরিচালিত অ্যাকশন-ড্রামা সিনেমা ‘জংলি’। ইতোমধ্যে শুরু হয়েছে সিনেমাটির প্রচার-প্রচারণা, আর এবার এল এর বিশ্বব্যাপী মুক্তির ঘোষণা। আগামী ২৫ এপ্রিল আন্তর্জাতিক বাজারে মুক্তি পাচ্ছে ‘জংলি’।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) নতুন পোস্টার প্রকাশের মাধ্যমে দেশের বাইরে মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়। সিনেমাটি বিশ্বব্যাপী পরিবেশন করছে ‘দ্য অভি কথাচিত্র’। প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি জানান, এখন পর্যন্ত ‘যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, সুইডেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানে’ ছবিটির মুক্তি চূড়ান্ত হয়েছে।

সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন ‘সিয়াম আহমেদ, শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি’। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার প্রথম গান ‘জনম জনম’। প্রিন্স মাহমুদের কথায় ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল, কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা। গানে দেখা মিলেছে সিয়াম-দীঘির রোমান্সের। তবে এখনো পর্দায় প্রকাশ পায়নি বুবলীর চরিত্রের রহস্য।

পোস্টার, গান ও প্রি-টিজ দেখে আন্দাজ করা যায়, ‘সিয়াম ও দীঘির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল’। তবে প্রেমিকার সঙ্গে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় বদলে যায় সিয়ামের জীবন। সেই দুঃসহ অভিজ্ঞতার মধ্য দিয়েই সে পরিণত হয় ‘জংলি’-তে। এ কারণেই প্রি-টিজ শেয়ার করে লেখা হয়েছিল—‘ভালো তো সবাই বাসে, কিন্তু কেউ ভালোবেসে জংলি হয় না!’ এরপরই তার জীবনে আসে নতুন এক চরিত্র, শবনম বুবলী।

চরিত্রটির সঙ্গে মানিয়ে নিতে সিয়াম নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করেছেন। প্রায় সাত মাস চুল-দাড়ি না কেটে তিনি চরিত্রের মধ্যে ডুবে ছিলেন। শুটিংয়ের সময়েও চরিত্রের গভীরতা বজায় রেখেছিলেন তিনি।

মূলত, ‘জংলি’-র মুক্তি পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত কোরবানির ঈদে নির্ধারিত ছিল। পরে রোজার ঈদের পরিকল্পনা করা হলেও শেষ মুহূর্তে পিছিয়ে দেওয়া হয়। এ প্রসঙ্গে নির্মাতা ‘এম রাহিম’বলেন,
_‘তাড়াহুড়া করে কাজ শেষ করে কোয়ালিটির সঙ্গে আপস করতে চাইনি। তাই মুক্তির সময় পিছিয়েছি। আমি ও আমার টিম চেয়েছিলাম, উৎসবের সময় যেন ছবিটি মুক্তি পায়। আমার বিশ্বাস, সিনেমা হলে দর্শক যখন ‘জংলি’ দেখবেন, তখন তারা একে আপন করে নেবেন।’_

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *