স্বরাষ্ট্র উপদেষ্টা: পুলিশ কোনো দলের আজ্ঞাবহ হবে না

দেশজুড়ে বাংলাদেশ

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ বাহিনী কোনো রাজনৈতিক দলের অনুগত হবে না, বরং দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে আইন অনুযায়ী তাদের কর্তব্য পালন করবে।

রোববার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, **”পুলিশ রাষ্ট্রের নাগরিকদের সেবা দেওয়ার জন্য কাজ করবে, কোনো রাজনৈতিক দলের নয়। সংবিধান ও আইন মেনেই তাদের দায়িত্ব পালন করতে হবে। পুলিশ বাহিনী যেন কোনো রাজনৈতিক দলের স্বার্থে কাজ না করে বা বেআইনি আদেশ পালন করতে গিয়ে অপেশাদার আচরণ না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”**

নতুন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, **”জনগণের প্রতি সহানুভূতিশীল হতে হবে। থানায় আসা মানুষের যেন হয়রানির শিকার না হতে হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। আন্তরিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে।”**

তিনি আরও বলেন, **”জুলাই-আগস্টের ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন আমাদের নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। সেই চেতনা ধারণ করে পুলিশ বাহিনীর মর্যাদা আরও সুদৃঢ় করতে হবে।”**

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশদের পুরস্কৃত করেন এবং প্যারেড গ্রাউন্ডে আয়োজিত সমাপনী কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন।

অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি মাসুদুর রহমান ভূঞা, বগুড়ার ১১ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম আসাদুল হক, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মোহাম্মদ জাওয়াদুল হক, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, অতিরিক্ত আইজিপি আবু নাছের মোহাম্মদ খালেদ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *