কাপুর পরিবারের মধ্যে বর্তমানে সবচেয়ে ধনী আলিয়া

বিনোদন

কাপুর পরিবার, যা বলিউডের অন্যতম প্রভাবশালী এবং শতবর্ষ ধরে সিনেমায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠিত করেছে, এখন তাদের মধ্যে সবচেয়ে ধনী সদস্য আলিয়া ভাট। ২০২২ সালে রণবীর কাপুরকে বিয়ে করার পর আলিয়া কাপুর পরিবারের একজন অংশ হয়ে উঠেছেন, যদিও বিয়ের পর অনেকেই তাঁকে বাবার পরিচয়ে পরিচিত করতে চাইলেও তিনি নিজেকে কাপুর হিসেবেই পরিচয় দেন। সম্প্রতি কপিল শর্মা শোতে এসে তিনি তাঁর এই পরিচয় প্রকাশ করেছেন।

জি কিউ ম্যাগাজিনের তথ্যমতে, আলিয়ার বর্তমান সম্পদের পরিমাণ ৫৫০ কোটি রুপি, যা তাঁকে অন্যতম ধনী ভারতীয় অভিনেত্রী হিসেবে স্থান দিয়েছে। তাঁর থেকে কিছুটা পিছিয়ে রয়েছেন কারিনা কাপুর, যিনি ৫০০ কোটি রুপি সম্পদের অধিকারী, এবং তৃতীয় স্থানে রয়েছেন রণবীর কাপুর, যার মোট সম্পদ ৩৪৫ কোটি রুপি।

বর্তমানে আলিয়া প্রতি সিনেমা থেকে ১৫ কোটি রুপি পারিশ্রমিক নেন এবং বিজ্ঞাপনে অংশ নিতে হলে ৯ কোটি রুপি বা তার বেশি খরচ করতে হয়। তিনি বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন। তবে তাঁর এত বিপুল সম্পদের মধ্যে একটি বড় ভূমিকা রয়েছে তাঁর উদ্যোক্তা সত্ত্বার। আলিয়া “অ্যাড-আ-মাম্মা” নামের একটি ক্লথিং ব্র্যান্ডের মালিক, যার ২০২৩ সালে রিলায়েন্স রিটেইল ভেঞ্চার অংশীদার হয় এবং এর মূল্য বর্তমানে ৩০০ কোটি রুপি।

এছাড়াও, আলিয়া বর্তমানে একাধিক সিনেমায় ব্যস্ত। তাঁর আসন্ন ছবি ‘আলফা’ যশরাজ ফিল্মসের স্পাই থ্রিলার, যেখানে তিনি একটি গোয়েন্দা চরিত্রে অভিনয় করবেন। এটি বলিউডের প্রথম নারী স্পাই চরিত্র ভিত্তিক ছবি। এছাড়া, সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিংও করছেন তিনি, যেখানে রণবীর কাপুর এবং ভিকি কৌশলও আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *