অপূর্ব এবং নিহার অভিনীত নাটকটি নিয়ে দর্শকদের মতামত, অনেকেই এটিকে সিনেমা বলে উল্লেখ করছেন।

দেশজুড়ে বিনোদন

আজকাল প্রায়ই শোনা যায় নাটক বানিয়ে নীরবে সেন্সর নিয়ে সিনেমা হলে মুক্তি দেয়া হয় ঢাকঢোল পিটিয়ে। এতে করে প্রতারিত হন সিনেমার দর্শক। সেইসব সিনেমা দেখে তারা নাটক বলে দাবি করেন। তবে অপূর্ব ও নিহার একটি নাটক নিয়ে ঘটলো ব্যতিক্রম ঘটনা। দর্শক দাবি করছেন, এটি নাটক না হয়ে সিনেমা হলে ভালো হতো। প্রেক্ষাগৃহে বসে উপভোগ করতে পারলে চোখ ও মন জুড়াতো।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১৮ ফেব্রুয়ারি সিএমভির ব্যানারে ইউটিউবে মুক্তি পেয়েছে বিশেষ নাটক ‘মন দুয়ারী’। জাকারিয়া সৌখিনের চিত্রনাট্য ও পরিচালনায় এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা। নাটকটি দেখে দর্শক দাবি করছেন, এটি সিনেমা হিসেবে খুবই ভালো হতো। নাটক হিসেবে প্রকাশ না করে এটি সিনেমা হলে মুক্তি দেয়া উচিত। নাটকটি প্রকাশের মাত্র চার ঘণ্টায় অতিক্রম করেছিল মিলিয়ন ভিউয়ের মাইলফলক! আর একদিন পেরিয়ে সেটি অতিক্রম করেছে তিন মিলিয়নের ঘর। ১৯ ফেব্রুয়ারি থেকে নাটকটি রয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ে এক নম্বরে। অগণিত দর্শক ‘মন দুয়ারী’ দেখে ইউটিউবের মন্তব্যের ঘরে এটিকে প্রশংসায় ভাসাচ্ছেন।


‘মন দুয়ারী’র পারিবারিক ক্লাইম্যাক্সে ভরা চিত্রনাট্য আর চোখ ধাঁধানো অপরূপ সিনেমাটোগ্রাফির সুবাদে দর্শক এটিকে তামিল আমেজের সিনেমার সঙ্গেও তুলনা করছেন।
গল্পে দেখা যায়, যুক্তরাষ্ট্র প্রবাসী অপূর্ব হঠাৎ গ্রামে ফেরেন দাদীকে ‘বেটার লাইফ’ দেয়ার জন্য নিয়ে যেতে। কিন্তু পারিবারিক বন্ধন ছেড়ে দাদী দিলারা জামান দেশ ছাড়তে চান না। বাধা হয়ে দাঁড়ায় কাজিন নাজনীন নিহাসহ পরিবারের অন্য সদস্যরাও।

এমন ফ্যামিলি সেন্টিমেন্ট, রোমান্টিক আমেজের সঙ্গে বাংলার অপরূপ দৃশ্য আর বিশেষ দুই গান এবং আবহসংগীতের মেলবন্ধনে ‘মন দুয়ারী’ যেন অবিশ্বাস্য এক পূর্ণদৈর্ঘ্য সিনেমা হয়ে ধরা দিয়েছে ইউটিউব দর্শকদের মাঝে। প্রায় দেড় ঘণ্টা দৈর্ঘ্যের গল্পের নাটকটি শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক ধরে রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *