টিউলিপ কেন এখনো বরখাস্ত হননি

জাতীয়

ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির এমপি ও ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো বিপুল পরিমাণ প্রতিবেদন প্রকাশ করেছে। এর ধারাবাহিকতায় প্রশ্ন উঠেছে যে, টিউলিপ সিদ্দিক কীভাবে এখনো তাঁর পদে রয়ে গেছেন এবং কেন তাঁকে বরখাস্ত করা হয়নি।

দুর্নীতিবিরোধী ট্রেজারি মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিক এখন পর্যন্ত বেশ কিছু বিতর্কে জড়িয়েছেন। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে যে, টিউলিপ সিদ্দিকের খালা ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে প্রায় আট বছর গুম করে রাখা হয়েছিল একজনকে। তাঁর অভিযোগ, ব্রিটিশ সাংবাদিকেরা তাঁর বিষয়ে টিউলিপকে প্রশ্ন করার পর ঢাকায় পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালায়।

গত সপ্তাহে প্রকাশিত ফিন্যান্সিয়াল টাইমসের আরেক তদন্তে প্রতিবেদনে উঠে আসে যে, ২০০০-এর দশকের শুরুর দিকে টিউলিপ সিদ্দিককে দুই কক্ষবিশিষ্ট ফ্ল্যাট দেওয়া হয়। এই ফ্ল্যাট তাঁকে দিয়েছিলেন আওয়ামী লীগসংশ্লিষ্ট এক ব্যক্তি। এ ছাড়া, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগ ওঠার পর টিউলিপ নিজেকে প্রধানমন্ত্রীর নীতিমালাবিষয়ক উপদেষ্টার কাছে বিষয়টি তুলে দেন তদন্তের জন্য।

তবে এতগুলো অভিযোগের পরও টিউলিপকে কেন বরখাস্ত করা হয়নি বা তিনি কেন পদত্যাগ করেননি—এর একটি কারণ হলো প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা। টিউলিপ লেবার পার্টির নরম বাম বা মধ্যপন্থী অংশের নেতা। টিউলিপ ২০১৫ সালে জেরেমি করবিনকে দলীয় প্রধান নির্বাচিত করার জন্য নিজের জায়গা ছেড়ে দিয়েছিলেন। এর বাইরেও টিউলিপ সিদ্দিক লন্ডনের লেবার পার্টির রাজনীতিতে ক্ষমতাধর একজন ব্যক্তি। হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের এমপি হিসেবে তিনি কেয়ার স্টারমারের প্রতিবেশী। লেবার পার্টি যখন নতুন নেতৃত্ব বাছাই করছিল তখন শুরুতেই স্টারমারকে সমর্থন দেন টিউলিপ।

প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার হয়তো প্রয়োজনবোধে তাঁর মিত্রদের সরিয়ে দিতে বা পদাবনতি দিতে দ্বিধা করেন না, কিন্তু সুযোগ পেলে তিনি তাদের রক্ষা করেন এবং মন্ত্রিসভায় রাখেন। এর পাশাপাশি, লেবার পার্টির এক কর্মকর্তা বলেছেন, আওয়ামী লীগকে লেবার পার্টি ‘সিস্টার পার্টি’ বলে মনে করে। আওয়ামী লীগের নেতারা যুক্তরাজ্যে লেবার পার্টির জন্য প্রচারণাও চালিয়েছেন।

তৃতীয় কারণ হলো, এখন পর্যন্ত বিরোধী দল কনজারভেটিভ পার্টি এ বিষয়ে স্টারমারের ওপর চাপ তৈরি করতে পারেনি। কেমি ব্যাডেনক গত শনিবার রাতে কেয়ার স্টারমারের কাছে টিউলিপকে বরখাস্ত করার আহ্বান জানালেও তিনি বা ছায়া ট্রেজারি মন্ত্রিসভা এ বিষয়ে যথেষ্ট দ্রুত পদক্ষেপ নেননি। তবে এখন বিরোধী দল বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া শুরু করেছে। এর মানে হতে পারে, ট্রেজারি মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিকের দিন হয়তো শেষের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *