৪ কিউই পেসারের তোপের মুখে গুটিয়ে গেল পাকিস্তান

৪ কিউই পেসারের তোপের মুখে গুটিয়ে গেল পাকিস্তান

খেলাধুলা

মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম ম্যাচে ১০১ রানে হারের দুঃস্মৃতি ভুলে রোববার ক্রাইস্টচার্চে মাঠে নেমেছিল সফরকারী পাকিস্তান।

প্রথম টেস্টের মতো সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও কিউই পেসারদের তোপের মুখে ধরাশায়ী পাক ব্যাটসম্যানরা।

আগের ম্যাচের দুই ইনিংসে পাকিস্তানের ১৭ উইকেটই নিয়েছিলেন কিউই পেসাররা।আজ হ্যাগলি ওভালে পাকিস্তানের সবকটি উইকেট নিয়েছেন চার কিউই পেসার।

বিশেষ করে পৌনে ৭ ফুট উচ্চতার পেসার কাইল জেমিসনের বিধ্বংসী বোলিংয়ে ৮৩.৫ ওভারেই অলআউট হয়ে গেছে পাকিস্তান। ৬৯ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। তার দাপুটে বোলিংয়ে হারিস সোহেল আর ফাওয়াদ আলম যথাক্রমে ১ ও ২ রানে আউট হয়ে যায়।

অবশ্য পাকিস্তান শিবিরে শুরুর ধাক্কাটা দেন ৩০০ উইকেটশিকারি টিম সাউদি। ওপেনার শান মাসুদকে শূন্যরানে ফেরান তিনি।এর পর আবিদ আলীকে নিয়ে সাবেক অধিনায়ক আজহার আলী চমৎকার এক জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন।

ওয়াগনারের চোটের কারণে দলে সুযোগ পাওয়া ম্যাট হেনরি নেন আজহার আলীর গুরুত্বপূর্ণ উইকেটটি।আউট হওয়ার আগে ১৭২ বলে ৯৩ রানের চমৎকার এক ইনিংস খেলেন তিনি। এর আগে আবিদ আলীকে ২৫ রানে ফেরান জেমিসন। এর পর হারিস ও ফাওয়াদকে দ্রুত তুলে নেন জেমিসন।

এ সময় দলের হাল ধরেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ৭১ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন রিজওয়ান। তাকে যোগ্য সঙ্গ দেন ৩০ বছর বয়সী অলরাউন্ডার ফাহিম আশরাফ।

৮৮ বলে ৪৮ রান করেন ফাহিম। রিজওয়ান ও ফাহিমের অনবদ্য ব্যাটিংয়ে চিড় ধরান সেই ৬ ফুট ৮ ইঞ্চির জেমিসনই। তাদের দুজনকে ফেরান জেমিসন। শেষ দিকে চোটাক্রান্ত শাদাব খানের বদলে দলে সুযোগ পাওয়া জাফর গওহর করেন ১২ রান। তাকে ট্রেন্ট বোল্ট ফেরালে ৮৩.৫ ওভারে ২৯৭ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

আগামীকাল নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামবে নিউজিল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *