মাস খানেক আগেও নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন মাশরাফি। বিপিএল শুরুর দিন কয়েক আগে যোগ দেন অনুশীলনে। তারপরও তার ফিটনেস নিয়ে যথেষ্ট প্রশ্ন ছিল। তবে সেই সীমাবদ্ধতা ছাড়িয়ে এখনও পর্যন্ত সিলেট স্ট্রাইকার্সের সবগুলো ম্যাচেই খেলেছেন তিনি। তবে বল হাতে খুব ব্যর্থ তিনি। ফলে অনেকেই একাদশে তার অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলছে।
মাশরাফি অবশ্য নিজেকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী। এবারের আসরে তো তিনি খেলবেনই, সম্ভব হলে পরের আসরেও মাঠে নামতে চান এই পেসার। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফির কাছে জানতে চাওয়া হয় আগামী বছরও কি দেখা যাবে তাকে বিপিএলে, উত্তরে সিলেট অধিনায়ক বললেন, ‘হতে পারে। আমার পা যদি ঠিক থাকে হতে পারে।’
এরপর মাশরাফি বলছিলেন, ‘আমি আমার মতো করেই করতে চাই। এ বছর যদি ফুল…সর্বশেষ বছরের মতো যদি ফুল (বোলিং) খেলতে পারতাম, তাহলে চিন্তা করব। যেহেতু ফুল করতে পারছি না, আমি চিন্তা করব পরে।’
চলতি বছরের বিপিএল খেলতে আগ্রহী ছিলেন না মাশরাফি, ‘নিজেকে মোটিভেট করার বিষয় যেটা বললাম আমি ক্রিকেট খেলবো। আমি উপভোগ করি আমার ক্রিকেট। এখন শেষ বছর পর্যন্ত আমার পায়ে কোনো রকম সমস্যা হয়নি। এ বছর হঠাৎ শেষ চার মাস আগে দুর্ভাগ্যবশত আমি জানি না কী জন্য হয়েছে।’