ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা ধানুশ। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের জামাতাও তিনি। এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন হলিউডের ছবিতে।
জনপ্রিয় স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স ২০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ‘দ্য গ্রে ম্যান’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে। এটি হতে চলেছে নেটফ্লিক্সের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল সিনেমা। সিনেমাটি প্রযোজনা করবেন ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ খ্যাত জুটি অ্যান্টনি ও জো রুশো। আর সেই সিনেমাতে যুক্ত হলেন ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা ধানুশ।
১৮ ডিসেম্বর ছবিটি প্রসঙ্গে টুইট করেন ধানুশ।তিনি লেখেন, ‘রুশো ব্রাদার্স প্রযোজিত এবং রায়ান গসলিন ও ক্রিস ইভানস অভিনীত নেটফ্লিক্সের ‘দ্য গ্রে ম্যান’-এ অভিনয় করতে যাচ্ছি। বিষয়টি সত্যিই খুব আনন্দের। অ্যাকশনধর্মী এই সিনেমার অংশ হবো, যা আমার জীবনের বিশাল এক প্রাপ্তি হবে।’
হলিউডভিত্তিক গণমাধ্যম ডেডলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, মার্ক গ্রিনির এক উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হবে। সিনেমাটি প্রযোজনা করছে অ্যান্টনি ও জো রুশোর প্রযোজনা প্রতিষ্ঠান রুশো ব্রাদার্স। এতে অভিনয় করতে যাচ্ছেন ক্রিস ইভান্স, রায়ান গসলিং, ওয়াগনার মউরা, অ্যানা ডি আর্মাস, জেসিকা হেনউইক ও জুলিয়া বাটার্স। তবে কে কোন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তা জানানো হয়নি।