নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, বিএনপি নির্বাচনে আসতে চাইলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী সময়সীমা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এ ছাড়া সংসদ সদস্যরা পদত্যাগ না করে নিজ দলের বাইরে স্বতন্ত্র নির্বাচন করতে পারবেন না।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় রাজশাহীর জেলা শিল্পকলা একাডেমিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে তিনি এ কথা বলেন।রাশেদা সুলতানা বলেন, বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচনী পরিবেশ দেখতে আসতে শুরু করেছেন। বিদেশি পর্যবেক্ষকরা কোনো চাপ তৈরি করছে না। তারা আসলে নির্বাচন আরও গ্রহণযোগ্য হবে।
তিনি বলেন, ভোটারদের ভোটকেন্দ্রে আনার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। প্রার্থীদেরই এই দায়িত্ব নিতে হবে।