নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ‘অতীতের নির্বাচনগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল, এবারও সম্ভাবনা বেশি রয়েছে।’
আজ শুক্রবার (২৪ নভেম্বর) সকালে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগের আট জেলার রিটার্নিং কর্মকর্তা তথা জেলা প্রশাসক, পুলিশ সুপার (এসপি), সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন রাশেদা সুলতানা।
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘সবার ধারণা, তফসিল ঘোষণার পর টোটাল ব্যবস্থাপনা নির্বাচন কমিশনের অধীনে চলে আসে। এটা ঠিক না, শুধু ভোট ব্যবস্থাপনার প্রশাসন, নির্বাচন কমিশনের অধীনে চলে আসে।’
রাশেদা সুলতানা বলেন, ‘আগে, রাতের আঁধারে ভোটারদের ভয়ভীতি দেখানো হলে শাস্তির ব্যবস্থা ছিল না। এবার কমিশন আইন সংশোধন করেছে। বর্তমান আইনে ভোটারদের কেউ ভয়ভীতি প্রদর্শন করলে শাস্তির আওতায় পড়বে। অতীতের নির্বাচনগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল, এবারও সম্ভাবনা বেশি রয়েছে। তবে, কমিশন এখনও সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত চূড়ান্ত করেনি।’
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি রাশেদা সুলতানা বলেন, ‘কে হরতাল দেবে, কে অবরোধ দেবে না, তা নিয়ে আমরা অগ্রীম কিছু বলতে পারব না। তবে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছেন। ভোটের পরিবেশ তৈরি আছে, তৈরি থাকবে। কোনোভাবে ভোটের পরিবেশ আশা করি বিঘ্নিত হবে না।’
মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে রংপুরের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।