খুলনা সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভাগীয় জনসভায় যোগ দিতে আসতে শুরু করেছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।
সোমবার (১৩ নভেম্বর) সকাল থেকেই খুলনারসহ আশপাশের জেলাগুলো থেকে মিছিল নিয়ে দলে দলে আসছেন তারা।
সরেজমিনে দেখা গেছে, নেতা-কর্মীরা জাতীয় পতাকাসহ নানা প্লাকার্ড ব্যানার নিয়ে যোগ দিচ্ছেন সমাবেশস্থলে। সড়ক, রেল ও নৌপথে খুলনা বিভাগের ১০ জেলা ছাড়াও গোপালগঞ্জ ও পিরোজপুর থেকে আসছেন অসংখ্য নেতা-কর্মী। প্রধানমন্ত্রীর এ মহাসমাবেশ ঘিরে খুলনা পরিণত হয়েছে উৎসবের নগরীতে।
জানা গেছে, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে দুপুর পৌনে ১টায় খুলনা জেলা স্টেডিয়ামে নির্মিত হেলিপ্যাডে নামবেন। এরপর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সার্কিট হাউজে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। বেলা পৌনে ৩টায় সার্কিট হাউজ মাঠে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর তিনি যোগ দেবেন আওয়ামী লীগ আয়োজিত খুলনা বিভাগীয় জনসভায়।
এ দিন প্রধানমন্ত্রী দুই হাজার ৩৬৯ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ২২৩ কোটি টাকা ব্যয়সাপেক্ষ পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।