নিত্যপণ্যের দাম চড়া, অল্প কমেছে সবজির

বাংলাদেশ

নিত্যপ্রয়োজনীয় বেশির ভাগ পণ্যের দাম এখনও ক্রেতাদের নাগালের মধ্যে আসেনি। আমদানির পর আলুর দাম কেজিতে পাঁচ টাকা কমলেও কমেনি ডিমের দাম। তবে, শীতের সবজি বাজারে আসতে শুরু করায় সব ধরনের সবজির দাম কমেছে।

বুধবার (৮ নভেম্বর) ঢাকার চারটি বাজার ঘুরে দেখা যায়, আলু, পেঁয়াজ, আদা, রসুন, তেল, চিনি, ডিম, মাছ ও মাংসের দাম আগের মতোই চড়া। কয়েক দিনের ব্যবধানে কেজিতে পাঁচ টাকা করে বেড়েছে চালের দাম। বাজারভেদে সবজির দামে পার্থক্য রয়েছে।

খাবারের জন্য প্রতিদিনই বেশির ভাগ মানুষকে যেসব পণ্য কিনতে হয়, সেসবের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন, বিভিন্ন পর্যায়ে মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়িয়ে দেয়। বেশি দামে কেনা পণ্য চড়া দামেই বিক্রি করতে বাধ্য হন তারা।

ঢাকার মহাখালী কাঁচা বাজারে গতকাল বুধবার দেশি পেঁয়াজ ১৪০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আলু ৫৫ টাকা, ফুলকপি ৫০ থেকে ৭০ টাকা, সিম ৮০ টাকা, লাউ ৪০ থেকে ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা, মূলা ৫০ টাকা, বেগুন ৬০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর আকারভেদে শাকের আঁটি ১৫ থেকে ৩০ টাকা এবং এক ডজন ডিম ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

মহাখালীতে খাসির মাংস এক হাজার ১০০ টাকা, ভেড়ার মাংস ৯৫০ টাকা এবং গরুর মাংস ৭৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই বাজারে আজমেরি মাংস স্টোরের বিক্রেতা রবিউল আলম বলেন, মাংসের দাম কমার কোনো সম্ভবনা নেই। কারণ, বাজার থেকে বেশি দামে তাদের গরু-খাসি কিনতে হচ্ছে।

মহাখালী, সেগুনবাগিচা ও হাতিরপুল বাজারের থেকে কারওয়ান বাজারে সবজির দাম কম। এই বাজারে একেকটি ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা, বাধা কপি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর নতুন আলু ১০০ থেকে ১১০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, করলা ৪০ থেকে ৬০ টাকা, সিম ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৮০ টাকা, মূলা ৪০ থেকে ৫০ টাকা, আদা ২৪০ টাকা, দেশি রসুন ১৮০ টাকা ও ভারতীয় রসুন ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারে সবজির দাম কম হওয়ায় বনানী থেকে এই বাজারে বাজার করতে এসেছেন প্রাইভেট গাড়ির চালক মেহেদী হাসান। তিনি বলেন, ‘বনানীতে সবজির দাম অনেক বেশি। তাই মাঝেমধ্যেই কারওয়ান বাজারে এসে বাজার করি। শীতের সবজি বাজারে আসায় দাম কমলেও, আরেকটু কমা উচিত ছিল।’

কারওয়ান বাজারে একটি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেন রাকিবুল হাসান। লাঞ্চ ব্রেকে বাজার করতে এসেছেন তিনি। রাকিবুল বলেন, ‘সব জিনিপত্রেরই দাম বেশি, এসব দেখার আসলে কেউ নেই। সরকার যদি ঠিকমতো নজরদারি করত তাহলে আমাদের এত কষ্ট হতো না। আমরা মধ্যবিত্তরা খুব অসুবিধায় আছি।’

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা শরিফুল ইসলাম বলেন, ‘শীতের সবজি বাজারে আসায় প্রায় সব সবজির দাম কমেছে। তবে অন্য বছরের তুলনায় সবজির দাম বেশি। কিছুদিন পর আরও শীতের সবজি বাজারে এলে দাম আরেকটু কমবে।’

কারওয়ান বাজারে এক পাল্লা (পাঁচ কেজি) আলু ২১০ টাকা, পাঁচ কেজি দেশি পেঁয়াজ ৬৩০ টাকায় বিক্রি হচ্ছে। এই বাজারে আলু, শসার মতো অন্য সবজিও পাল্লা হিসেবে কেনার সুযোগ রয়েছে, তাতে দামও বেশ কম পড়ে।

কারওয়ান বাজারে মায়ের দোয়া জেনারেল স্টোরের মালিক শফিকুল ইসলাম বলেন, পাঁচ লিটার সায়ানি তেল ৮০০ টাকা বিক্রি করছি, বোতলের গায়ে দাম আছে ৮৪০ টাকা। পাইকারি বাজার হওয়ায় এখানে দাম কিছুটা কম রাখার সুযোগ আছে।

হাতিরপুলের সবজি বিক্রেতা মো. আব্দুল বশির বলেন, ‘সবজির দাম কম থাকলেও বেচাকেনা নেই। মানুষের অবস্থা ভালো না, মানুষ এখন হিসাব করে চলে। আগে দিনে ১০ হাজার টাকার সবজি বিক্রি করতাম, এখন চার হাজার টাকা বিক্রি করতে পারছি না। মানুষের কোনোরকম করে চলতেই এখন কষ্ট হচ্ছে।’

সব বাজারে কাছাকাছি দামে মাছ-মাংস বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৭৫ টাকা, পাকিস্তানি মুরগি ২৭০ থেকে ২৮০ টাকা, খাসির মাংস এক হাজার ১০০ টাকা এবং গরুর মাংস ৭৪০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সব বাজারেই মাছের দাম বেশ চড়া। আকারভেদে ৩৪০ থেকে ৫০০ টাকা কেজিতে রুই মাছ বিক্রি হচ্ছে। ৮০০ থেকে ৯০০ গ্রাম আকারের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৪০০ টাকা কেজি।

হাতিরপুলে মাংস বিক্রেতা বাবুল মিয়া বলেন, ‘৭৫০ থেকে ৮০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করছি। দেশি গরুর মাংসের দাম আর কমবে না। ৫৮০ থেকে ৬০০ টাকা কেজিতে যেসব গরুর মাংস বিক্রি হয় সেগুলোর মান ভালো না। অস্ট্রেলিয়ান ক্রস গরু এবং অনেক গরু রিজেক্ট হয়ে যায়, সেগুলো কম দামে বিক্রি হয়। ওইসব গরুর মাংসে চর্বির পরিমাণ অনেক বেশি থাকে।’

এই মাংস বিক্রেতা আরও বলেন, ‘দুই মণ আকারের একটি দেশি গরু ৬০ হাজার টাকায় কিনতে হয়। ভালো গরুর মাংস বিক্রি করি বলে অনেক দূর থেকেও অনেকে এখানে এসে মাংস নিয়ে যায়। অবরোধ থাকলে মাংস খুব একটা বেশি বিক্রি হয় না।’

এক সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে পাঁচ টাকা করে বেড়েছে। এখন মিনিকেট চাল ৬৫ থেকে ৭০ টাকা, নাজিরশাইল ৬৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। মহাখালীর মানিক স্টোরের চাল বিক্রেতা মানিক লাল বলেন, ‘সামনে আমন ধান উঠবে, এরপরেও চালের দাম বাড়ছে। মিল মালিকদের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে চালের দাম আরও বাড়বে।’

দেশের ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে বর্তমানে প্রতি মণ চিনি চার হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগেও এর দাম ছিল চার হাজার ৬৭০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *