গত ২৮ তারিখে নিখোঁজ হওয়া এক চার বছরের শিশুর লাশ উদ্ধার করেছে রূপনগর থানা পুলিশ। নিখোঁজ বাচ্চাটির নাম মাহমুদুল্লাহ (৪)। শনিবার রাতে আসামিকে গ্রেফতার করা হয়। পল্লবী জোনের এসি শাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৮ তারিখে চার বছরের একটি বাচ্চা নিখোঁজ হয়। নিখোঁজের পর আর রূপনগর থানায় একটি ডায়েরি করা হয়। তার ডায়েরির পরিপ্রেক্ষিতে সকল ধরনের তদন্তের মাধ্যমে শনিবা রাতে আসামে যে গ্রেফতার করতে সক্ষম হয়।এর মধ্যে মোবাইলে কল দিয়ে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে তখন তারা ৫০০০০ টাকা দিতে না পেরে ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠান। পরবর্তীতে ওই নাম্বারটি বন্ধ করে দেয়া হয়। একপর্যায়ে তারা আমাদেরকে জানালে আমরা মোবাইল টেকিং এর মাধ্যমে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারের পরে অনেক জিজ্ঞাসা বাদে তিনি দোষ স্বীকার করেন। আর যাকে গ্রেপ্তার করা হয় তিনি সেই বাচ্চাটির প্রতিবেশী ছিলেন।
তা দেয়া তথ্য অনুযায়ী বিরুলিয়া এলাকায় নদীর পারে আমরা তার আমরা লাশ টি উদ্ধার করি।
তিনি আরো বলেন, বাচ্চাটির বাবা রাজমিস্ত্রি ছিলেন। তার পাশের যে প্রতিবেশী ছিলেন তার বাসায় বাচ্চাটি যায়। একপর্যায়ে ওই বাসায় যে ছেলেটি থাকতো ওই ছেলে মুখে গামছা বেঁধে একটি লাগেজের মধ্যে রেখে দেয়। ২ ঘন্টা পরে লাগেজটি খুলে দেখে বাচ্চাটি মারা গেছে। যখন বাচ্চা এমন একটি অবস্থা দেখে তখন সে লাগেজটি সানসেটের উপরে রেখে দেয়। পরের দিন যখন বাসায় কেউ না থাকে ঠিক তখনই তিনি বিরুলিয়া নদীর পাড়ে নিয়ে বাচ্চাটি লাশ ফেলে দেয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।