মামলা শুরু হয়েছে, আইন অনুযায়ী দায়ীদের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

পুলিশ হত্যাসহ সহিংসতার দায় বিএনপি এড়াতে পারে না, আইন অনুযায়ী দায়ীদের বিচার হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গতকালের সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতারা দায় এড়াতে পারেন না। বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষ, আগুন, ভাঙচুর, পুলিশ সদস্য নিহত এবং অনেকে আহত হওয়ার ঘটনায় মামলা শুরু হয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয়েছে। এসব ঘটনায় অনেকেই আরও মামলা দেবে। আইন অনুযায়ী দায়ীদের বিচার হবে।

আজ রোববার (২৯ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের কোনো সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁরা (বিএনপি নেতারা) মিটিং করেছেন, তাঁরা মিটিংয়ের জন্য বসেছিলেন, তখনই ঘটনাগুলো ঘটেছে। তাহলে এর দায় কি তাঁরা এড়াতে পারেন?’

এখনো একজন পুলিশ সদস্য ও দুজন আনসার সদস্য মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানান মন্ত্রী।

পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি প্রচার করেছিল সমাবেশে তারা দশ লাখ লোক আনবে। আমাদের পুলিশ কমিশনার তাদের বলেছিলেন, এমনিতেই ঢাকা শহরে যানজট, তারপর দশ লাখ লোক নিয়ে আসলে সমস্যা তৈরি হতে পারে। তারা মাঠে না গিয়ে নিজেদের দলীয় অফিসের সামনে সমাবেশ করেছেন। কোনো ধরনের উত্তেজনা যেনো সৃষ্টি না হয় সে জন্য অনেকগুলো শর্ত ও নির্দেশনাও দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *