মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক এর উদ্যোগে ‘সংবাদ উপস্থাপন ও লেখার কৌশল’ বিষয়ক দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় মাগুরা জেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু। প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা -১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। তিনি বলেন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে ওঠার বিকল্প নাই। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় সাংবাদিকদের মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক এর সদস্য সচিব দৈনিক সংবাদ ও এখন টিভির মাগুরা প্রতিনিধি রূপক আইচ,অধ্যক্ষ সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান,এন টিভির স্টাফ করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিক,যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধ আলিমুজ্জামান উজ্জল, সময় টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি শেখ ইলিয়াস মিথুন,এটিএন বাংলা ও এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি মোঃসুজন মাহামুদ,একুশে টেলিভিশনের জেলা ফ্রতিনিধি মাসুম বিল্লাহ -সহ অন্যরা।
প্রশিক্ষক হিসেবে ছিলেন ফ্রান্স ভিত্তিক সংবাদ সংস্থা এ এফ পি’র ঢাকা ব্যুরো প্রধান শফিকুল আলম । প্রশিক্ষন কর্মশালায় মাগুরা জেলার চার উপজেলার ৬০ জন সাংবাদিক অংশগ্রহন করেন। দিন শেষে সাংবাদিকদের মধ্যে কর্মশলার সনদ বিতরণ করা হয়।