হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল বাংলাদেশ

খেলাধুলা

বাংলাদেশের মাটিতে লাল-সবুজের প্রতিনিধিদের বিপক্ষে সিরিজ হারের প্রতিশোধটা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে এসে বেশ বিধ্বংসীরূপেই ফেরত দিলো ইংল্যান্ড। মারকুটে ব্যাটিংয়ে বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে ইংলিশরা।

বাংলাদেশের করা ১৮৮ রানের জবাবে বৃষ্টি আইনে ৭৭ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় বাগিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। প্রথম ওভারেই মোস্তাফিজুর রহমানের শিকার বনে মাঠ ছাড়তে হয় ইংলিশ ওপেনার ডাওয়িড মালানকে।

শুরুর সেই ধাক্কাটা জনি বেয়ারস্টো আর হ্যারি ব্রুকসের মারকুটে ব্যাটিংয়ে চোখের পলকেই উবে যায়। ওয়ানডে মেজাজ ভুলে টি-টোয়েন্টি স্টাইলে টাইগার বোলারদের ওপর তান্ডব চালান এই দুজন।

২১ বলে ৩৪ করে বেয়ারস্টোকে সাজঘরের পথ দেখিয়ে দিয়ে ব্রেক থ্রু আনেন ফিজ। দলীয় ৭৩ রানে হ্যারি ব্রুকসকে ফিরতে হয় হাসান মাহমুদের শিকার বনে।

নিয়মিত বিরতিতে জস বাটলার ও লিয়াম লিভিংস্টোনের উইকেট শরিফুল ও তাসকিন আহমেদ তুলে নিলেও ইংলিশদের রানের চাকার গতি কিছুতেই কমাতে পারছিলেন না টাইগার বোলাররা।

শেষদিকে মঈন আলির ৩৮ বলে ৫৬ আর জো রুটের হার না মানা ২৬ রানের সুবাদে ৪ উইকেটে জয় বাগিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *