নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

খেলাধুলা

বালাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। দুই দফা মুষলধারে বৃষ্টি হওয়ার পর খেলা আর মাঠে গড়ায়নি। আজও আকাশে মেঘের আনাগোনা। বৃষ্টির শঙ্কা মাথায় রেখেই আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।

প্রথম ম্যাচে টসে জিতে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ভেজা উইকেটের সুবিধা তুলে নেন বোলাররা। প্রথম ম্যাচেও যতক্ষণ খেলা হয়েছে, নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশি বোলারদের হাতে। খেলা পরিত্যক্ত হওয়ার আগে ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রানের বেশি তুলতে পারেনি নিউজিল্যান্ড।

পেসার মুস্তাফিজুর রহমানের শিকার তিন উইকেট, স্পিনার নাসুম আহমেদ পান দুই উইকেট।

মিরপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজও। সকাল থেকেও ঢাকার আকাশ মেঘলা। বৃষ্টি আসছে কিছুক্ষণ পরপরই। আবহাওয়াকে মাথায় রেখে দ্বিতীয় ওয়ানডের আগে দলে আনা হয়েছে পেস বিভাগের অন্যতম ভরসা হাসান মাহমুদ। উইকেটের সুবিধা নিতেই দলে হাসানের অন্তর্ভুক্তি।

টসে হেরে বোলিং পাওয়ার লিটন বলেন, ‘টসে জিতলে আমিও বোলিং নিতাম। বোলিং পেয়ে তাই হতাশ নই। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে কেলব। দেখি আগের ম্যাচের মতো সুবিধা পাই কিনা।’

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, হাসান মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *