আগস্ট মাসে খাদ্যখাতে মূল্যস্ফীতি বেড়ে ১২ দশমিক ৫৪ শতাংশ হওয়ার বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, শিগগিরই মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করা হচ্ছে। গত মাসে মুরগি ও ডিমের দাম বাড়ার কারণেই এটা হয়েছে। যদিও মূল্যস্ফীতির এই বৃদ্ধিকে ‘টেকসই মানের’ এবং ‘সহনীয় মাত্রায়’ বাড়ছে বলে জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পরিকল্পনা কমিশনে একনেক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
এম এ মান্নান বলেন, ‘আমাদের মূল্যস্ফীতির যে বৃদ্ধি, এটা টেকসই মানের। সহনীয় মাত্রায় বাড়ছে। শ্রীলঙ্কা এক লাফে উঠেছিল, এখন নামছে। আমাদের বৃদ্ধি হয়েছে সহনীয় এবং কমবেও সহনীয়ভাবেই।’