ঢাকার হাসপাতালে আরও দেড় হাজার ডেঙ্গু শয্যা বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার হাসপাতালে আরও দেড় হাজার ডেঙ্গু শয্যা বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় ঢাকার সরকারি হাসপাতালগুলোতে এই রোগে আক্রান্তদের জন্য আরও দেড় হাজার শয্যা প্রস্তুত করা হচ্ছে। সারাদেশের সরকারি হাসপাতালে আরও ৫ হাজার শয্যা প্রস্তুত রাখা হচ্ছে। যেখানে শয্যা দেওয়া সম্ভব সেখানেই প্রস্তুত করা হচ্ছে।

শনিবার (২৯ জুলাই) স্বাস্থ্যমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। জাহিদ মালেক বলেন, শুধু মেডিকেল কলেজগুলোতে না। যেখানে যেখানে বেড দেওয়া সম্ভব অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, কুয়েত মৈত্রী, কুর্মিটোলা, বার্ন ইনস্টিটিউট, যেখানে জায়গা আছে, আমরা বলে দিয়েছি বেড রেডি করার জন্য, কিছু বেড বাড়ানোর জন্য। প্রায় ১৪শ বেড নতুন করে বাড়াইতে বলেছি। এখন যা বেড আছে সেটার সঙ্গে যোগ হবে। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালেও বেড রাখা হয়েছে। মোট ৫ হাজার বেড রাখতে বলেছি।

শয্যা বৃদ্ধি প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আহমেদুল কবীর বলেন, সবগুলো হাসপাতালের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী কথা বলেছেন। সবাইকে তিনি বলেছেন রোগীদের জন্য নতুন করে আরও ২০০ থেকে ৩০০ শয্যা বৃদ্ধি করতে হবে। মুগদা হাসপাতালকে আমরা নতুন করে শয্যা বৃদ্ধির জন্য বলিনি, কারণ ওইখানে ৬ শতাধিক রোগী ভর্তি আছেন। এছাড়া ডিএনসিসিকে বলেছি ৮০০টির মতো শয্যা সেখানে প্রস্তুত করতে। তিনি বলেন, কুর্মিটোলা হাসপাতালে আমরা আরও ১০০টি বেড প্রস্তুত করার জন্য বলেছি, হাসপাতালটিতে ৬০টি বেড এখনো ফাঁকা আছে। ঢাকা মেডিকেল কলেজকে ১৫০টি এবং কুয়েত মৈত্রী হাসপাতালে আরও ১০০টি শয্যা বাড়ানোর জন্য বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *