অ্যাকশনে ভরপুর ‘জাওয়ান’র ট্রেলার, নেটিজেনরা বলছে ‘সুনামি’ আসছে

অ্যাকশনে ভরপুর ‘জাওয়ান’র ট্রেলার, নেটিজেনরা বলছে ‘সুনামি’ আসছে

বিনোদন

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল ‘জাওয়ান’-এর ট্রেলার। জমজমাট অ্যাকশনে ভরপুর ট্রেলারে শাহরুখের লুক চমকে দিয়েছে ভক্তদের।

আগেই শোনা গিয়েছিল ‘জাওয়ান’ ছবিতে শাহরুখকে এমন লুকে দেখা যাবে, যেই লুকে আগে কখনও দেখা যায়নি। ২ মিনিট ১২ সেকেন্ডের শ্বাসরুদ্ধকর ট্রেলারে দেখা গেল তারই প্রতিচ্ছবি। ট্রেলারে শাহরুখের ছয়টি লুকের আভাস মিলেছে। কখনও মুখোশে মুখ ঢাকা আবার কখনও ন্যাড়া মাথায় দেখা গেছে অভিনেতাকে।

ট্রেলারের শুরুতে শাহরুখকে পুলিশের বেশে দেখা গেছে। তবে ট্রেলারের শেষে শাহরুখকে বলতে শোনা যায়, ‘যখন আমি ভিলেন হই, তখন আমার সামনে কোনো হিরো টেকে না।’

ট্রেলারে দীপিকাকেও দেখা গেছে অ্যাকশন দৃশ্যে। নয়নতারা ও বিজয় সেতুপতির ঝলকও দেখা গেছে।

ট্রেলার দেখে ভক্তদের প্রত্যাশা আরও বেড়ে গেছে। ভক্তদের ধারণা, ‘পাঠান’কেও ছাড়িয়ে যাবে এই ছবি। অনেকে বলছেন, ‘সুনামি’ আসছে।

আগামি ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত এই সিনেমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *