স্পেন যাওয়ার পথে ৩০০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

স্পেন যাওয়ার পথে ৩০০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

আন্তর্জাতিক

 

আফ্রিকার দেশ সেনেগাল থেকে স্পেন যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ৩০০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। তিনটি আলাদা নৌকায় চড়ে তারা সাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যান্যারি দ্বীপপুঞ্জে যাওয়ার চেষ্টা করছিলেন।

অভিবাসী সহায়তা গোষ্ঠী ‘ওয়াকিং বর্ডারসের বরাত দিয়ে সোমবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থল ও আশপাশে অনুসন্ধান চালাচ্ছে উদ্ধারকারী দল। তবে এখন পর্যন্ত কোনো আশার খবর শোনাতে পারেননি তারা।

খবরে বলা হয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী তিনটি নৌকা সেনেগালের দক্ষিণাঞ্চলীয় কাফাউন্টাইন থেকে যাত্রা শুরু করে। সেখান থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ দ্বীপের দূরত্ব প্রায় ১৭০০ কিলোমিটার।ওয়াকিং বর্ডারসের কর্তৃপক্ষ হেলেনা ম্যালেনো ব্রিটিশ বার্তা সংস্থাটিকে জানিয়েছেন, একটি নৌকায় ৬৫ এবং অন্যটিতে ৫০-৬০ জন যাত্রী স্পেনে পৌঁছানোর চেষ্টা করে। সেনেগাল ছাড়ার পর ১৫ দিন ধরে নিখোঁজ তারা।

তিনি বলছেন, তৃতীয় নৌকাটিতে গত ২৭ জুন ২০০ আরোহী নিয়ে সেনেগাল ছেড়ে যায় বলে জানা গেছে। স্পেনের উদ্দেশে নৌকায় রওনা হওয়ার পর পরিবারের সদস্যরা তাদের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি বলে জানান ম্যালেনো।

রয়টার্সকে তিনি আরও বলেন, নিখোঁজদের পরিবারের সদস্যরা খুবই উদ্বিগ্ন। ৩০০ জন সেনেগালের একই এলাকার। দেশটিতে চরম অস্থিতিশীলতার কারণেই এই পথ বেছে নিয়েছিলেন তারা।

ক্যানেরি দ্বীপটি পশ্চিম আফ্রিকার উপকূলে অবস্থিত। এই পথ ধরে অবৈধভাবে স্পেনের মূল ভূখণ্ডে প্রবেশের অন্যতম রুট রয়ে উঠেছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সাগরে ডুবে প্রাণহানির ঘটনা বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *