ঢাকাই সিনেমার প্রযোজক ও পরিবেশ সমিতির সাবেক নেতা ও সেন্সর বোর্ড সদস্য নাসিরউদ্দিন দিলু মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নাসিরউদ্দিন দিলু তিনদিন আগে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিলেন। এরপর তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। শারীরিক অবস্থা বিবেচনা করে প্রযোজক নেতা দিলুকে আইসিইউতে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তিনি মারা যান।
দুইবার প্রযোজক সমিতির সহকারী সাধারণ সম্পাদক ছিলেন নাসিরউদ্দিন দিলু, দুইবার সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। ১৫টির বেশি ছবি প্রযোজনা করেন নাসিরউদ্দিন দিলু। প্রথম প্রযোজিত ছবি ‘পাগলা রাজা’। সবচেয়ে ব্যবসাসফল প্রযোজিত ছবি আলমগীরকে নিয়ে বানানো ‘আমি সেই মেয়ে’।
এছাড়াও তার প্রযোজিত ছবিগুলোর মধ্যে সোনার চেয়ে দামি, কাবিন, সাহস, নাচে নাগিন, রুপের রানী গানের রাজা, বুকের ধন, ফাঁসির আসামি, ভালোবাসা, মহান এর মতো ছবি বিশেষভাবে উল্লেখযোগ্য।