ব্রাজিলিয়ানরা দেশের বাইরের কাউকে কোচ হিসেবে পছন্দ করে না। গত ৫৮ বছরে ব্রাজিলের কোচের দায়িত্ব ঘুরেফিরে থেকেছে ব্রাজিলিয়ানদের হাতেই। কিন্তু, দীর্ঘ সংস্কৃতির বলয় ভেঙে ভিনদেশি কোচের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দিতে যাচ্ছে ব্রাজিল। ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি হতে চলেছেন ব্রাজিল জাতীয় দলের পরবর্তী পূর্ণকালীন কোচ। এমনটিই জানিয়েছে সংবাদমাধ্যম মার্কা।
আজ বুধবার (৫ জুলাই) মার্কায় প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, ব্রাজিলের পরবর্তী কোচের দায়িত্ব নেবেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনালদো। তবে, আনচেলত্তি ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেবেন ২০২৪ সালের কোপা আমেরিকা থেকে।
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ আরও এক বছর আছে আনচেলত্তির। ২০২৪ সালের ৩০ জুন রিয়ালের সঙ্গে চুক্তি শেষ হবে তার। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা ২০২৪ শুরু হবে ২০ জুন থেকে। রিয়াল যদি আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে পারে, তাহলে ১ জুন ফাইনালের পরই শেষ হবে মৌসুম।
আনচেলত্তি আসার আগ পর্যন্ত ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন ব্রাজিলের ঘরোয়া লিগের ক্লাব ফ্লুমিনেন্সের কোচ ফার্নান্দো দিনিজ। সেপ্টেম্বরে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে দায়িত্ব বুঝে নেবেন দিনিজ।
এর আগে কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বাদ পড়ে ব্রাজিল। ব্যর্থতার দায়ে ব্রাজিল কোচের পদ থেকে অব্যাহতি নেন তিতে। এরপরই নতুন কোচ খুঁজছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।এর আগে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, চেলসির মতো ক্লাবসহ অনেকগুলো ক্লাবকে কোচিং করানো আনচেলত্তি এর আগে কখনও কোনো জাতীয় দলকে কোচিং করাননি।