কলকাতার কীংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আশঙ্কাজনক পর্যায়ে দাঁড়িয়েছে। গতকাল রোববার রাত থেকে তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়েছে। এখন পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
ভারতের একাধিক গণমাধ্যম বলছে, রক্তক্ষরণের পাশাপাশি এই অভিনেতার রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও কমে গেছে। এটি চিকিৎসকদের চিন্তা বাড়িয়েছে।
চিকিৎসক অরিন্দম কর রোববার রাত ৯টার বুলেটিনে জানান, ‘কিংবদন্তি এই অভিনেতার আভ্যন্তরীণ রক্তক্ষরণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও লাগাতার কমছে। চার ইউনিট মতো রক্ত দিতে হতে পারে। এই মুহূর্ত পর্যন্ত খুব বেশি আশাবাদী হওয়ার মতো পরিস্থিতি নয়।’