পিঠের পুরোনো ব্যথায় অস্বস্তিতে তামিম ইকবাল। ইনজুরি কাটিয়ে উঠেছে তাসকিন আহমেদ। প্রশ্ন একটাই, তারা কী খেলবে টেস্ট ম্যাচ! নাকি খেলবে না!
বুধবার (১৪ জুন) সকালে শেরে বাংলায় শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের টেস্ট । তার আগে আজ মঙ্গলবার সকালের প্রেস কনফারেন্সে মিললো না সঠিক জবাব।বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও নিশ্চিত করে বলতে পারলেন না ওপেনার তামিম ও পেসার তাসকিন খেলবেন কিনা। দুজনকে নিয়েই বেশ কথা বলেছেন তিনি।
এদিকে হাথুরু যখন শেরে বাংলার কনফারেন্স রুমে কথা বলছিলেন, তখন ইনডোর কমপ্লেক্সের খোলা আকাশের নিচে ন্যাচারাল টার্ফে নেটে ব্যাটিং করছিলেন তামিম। তামিম সম্পর্কে সিদ্ধান্ত জানা যাবে আজ প্র্যাকটিসের পর।হাথুরুর ভাষায়, আমরা সব কিছু বিচার বিশ্লেষণ করে দেখব। যদি সব ইতিবাচক মনে হয় তাহলে তামিম খেলবে। তাসকিনের আপাতত কোনো রকম শারীরিক সমস্যা নেই। পুরোপুরি ফিট।