সৌদি লিগ বিশ্বের শীর্ষ পাঁচে জায়গা করে নেবে: রোনালদো

সৌদি লিগ বিশ্বের শীর্ষ পাঁচে জায়গা করে নেবে: রোনালদো

খেলাধুলা

পর্তুগিজ সুপার স্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বাস সৌদি প্রো লিগ দ্রুতই বিশ্বের শীর্ষ পাঁচ লিগের তালিকায় জায়গা করে নেবে।

চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল করে সৌদি প্রো লিগের দল আল নাসরে নাম লেখান রোনালদো। জানুয়ারিতে তাকে ঠিক কত পারিশ্রমিকে দলে টেনেছে সৌদির ক্লাবটি তা কখনোই প্রকাশ করা হয়নি।

তবে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ২২ কোটি ডলারের বেশি পারিশ্রমিক রোনালদোর। এটা সত্যি হলে ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার তিনিই।

রোনালদোর তার বর্ণিল ক্যারিয়ারে বিশ্বের সেরা লিগগুলোর তিনটিতে খেলেছেন। স্পেনের লা লিগায় খেলেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। দুই দফায় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। ইতালির সিরি আয় খেলেছেন জুভেন্তাসের জার্সিতে।৩৮ বছর বয়সী রোনালদো বলছেন, সৌদি প্রো লিগের মানও দিনে দিনে উন্নতি হচ্ছে। তিনি যোগ দেওয়ার পর বিষয়টি বেশ ভালোভাবেই অবলোকন করেছেন।মঙ্গলবার ‘সৌদি এসএসসি চ্যানেল’কে রোনালদো বলেন, ‘সৌদি লিগ ক্রমে উন্নতি করে চলেছে এবং সামনের বছর আরও ভালো হয়ে উঠবে। আমি মনে করি, আস্তে আস্তে এই লিগ বিশ্বের শীর্ষ পাঁচ লিগের মধ্যে থাকবে। তবে সে জন্য সময় লাগবে। ফুটবলারদের আসত হবে এবং অবকাঠামো লাগবে।’

যোগ করেন, ‘তবে আমি বিশ্বাস করি, এই দেশ ও এই লিগের অসাধারণ সম্ভাবনা আছে। এখানকার মানুষ দারুণ। এই লিগও একদিন দুর্দান্ত হয়ে উঠবে বলে আমি মনে করি।’

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার আল শাবাবের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়ার পরও ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়েছেন আল নাসর। রোনালদো একটি গোল করেছেন। লিগে যা তার ১৪তম গোল।

ঘুরে দাঁড়ানো এ জয়ের পর রোনালদো বলেছেন, ‘দল দারুণ ফুটবল খেলছে। ২-০ গোলে পিছিয়ে থাকার পর ম্যাচে ফেরা অনেক কঠিন, তবে আমাদের বিশ্বাস ছিল এবং আমরা তিন গোল করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *