রণবীর না কি শাহরুখ, ‘ডন’ আসলে কে?

রণবীর না কি শাহরুখ, ‘ডন’ আসলে কে?

বিনোদন

বলিউডের বহুল প্রতীক্ষীত সিনেমার একটি ‘ডন ৩’। তবে কাজ শুরু হওয়ার আগে থেকেই একের পর এক জল্পনা দানা বেঁধেছে সিনেমাটি ঘিরে। প্রথমে শোনা গেল, ডন ৩ ফিরিয়ে দিয়েছেন শাহরুখ খান। পরিচালক ফারহান আখতার তাই নতুন অভিনেতার সন্ধান করছেন।

এর মধ্যেই জানা গেল, ডনের চরিত্র করতে চলেছেন রণবীর সিংহ। তবে এখন মিলছে নতুন তথ্য। রণবীর চূড়ান্ত নন। বলিউড বাদশাকে ছাড়া ডনের তৃতীয় কিস্তি তৈরি করতে রাজি নন নির্মাতারা।পরিচালক হিসেবে ফারহানের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ডন। ২০০৬ সালে ‘ডন’, ২০১১ সালে মুক্তি পায় ‘ডন ২’। এই দুই সিনেমার মাধ্যমে বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও অর্জন করেন ফারহান।

অন্যদিকে অমিতাভ বচ্চনের পর ‘ডন’ হিসেবে নিজের আলাদা একটা পরিচিতি তৈরি করেছিলেন শাহরুখ। যদিও ২০১১ সালে ডন ২ মুক্তির পর কেটে গেছে এক যুগেরও বেশি সময়।

বলিউড সংশ্লিষ্টরা জানাচ্ছেন, ডন ৩- এর চিত্রনাট্য প্রায় চূড়ান্ত করে ফেলেছেন ফারহান। এবার ক্যামেরার পেছনে ফিরতে চান তিনি। তবে আদৌ এই সিনেমা দিনের আলো দেখবে কি না তা নিয়ে রহস্য থেকে গেছে।

Hits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *