কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার অনুষ্ঠিত হলো হলিউডের সুপারস্টার লিওনার্দো ডি ক্যাপ্রিওর ‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমা। এই সিনেমার মাধ্যমেই কান চলচ্চিত্র উৎসবে বাজিমাত করেছে হলিউডের অস্কারজয়ী দুই অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও ও রবার্ট ডি নিরো।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার কানের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের হলে অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির প্রিমিয়ার শো। ওই শোয়ের পর দর্শকরা টানা ৯ মিনিট ধরে করতালি দিয়ে অভিনন্দন জানান অভিনেতাদের। তাদের করতালি আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো হল।
জানা যায় ,প্রিমিয়ার শোয়ে ডিক্যাপ্রিও এবং নিরোর সঙ্গে ছিলেন সিনেমার নির্মাতা মার্টিন স্কোরসেসি, ছিলেন আর সব অভিনয় শিল্পীরাও।
২০১৭ সালে প্রকাশিত ডেভিড গ্রানের লেখা বই ‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন: দ্য ওসেজ মার্ডারস অ্যান্ড দ্য বার্থ অফ দ্য এফবিআই’-এর উপর ভিত্তি করে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। ২০২৩ সালের ৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।