তিনি ভালো লাগার মতোই নায়ক ছিলেন: কাদের

তিনি ভালো লাগার মতোই নায়ক ছিলেন: কাদের

বাংলাদেশ
দেশের ক্ষমতার মালিক বিদেশিরা নয়, বরং মালিক হলো দেশের জনগণ। সুতরাং ক্ষমতায় বসাতে হলে বসাবে দেশের জনগণ। শেখ হাসিনা নিজেই বলেছেন— আমরা ক্ষমতায় আসতে চাই জনগণের ভোটে। জনগণ চাইলে আছি, না চাইলে নাই। মঙ্গলবার (১৬ মে) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রনায়ক ফারুকের মরদেহে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, মির্জা ফখরুল মনে করছেন, পশ্চিমারা তাকে ক্ষমতায় বসাতে পারবে, তার দলকে বসাতে পারবে। তিনি পশ্চিমাদের কাছে নালিশের পর নালিশ করছেন, লবিস্ট নিয়োগ করছেন। কারণ, তাদের ধারণা বিদেশিরা ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু এটা ভুল; বোকার স্বর্গে বাস করার শামিল।’

নায়ক ফারুক প্রসঙ্গে কাদের বলেন, ‘রাজনৈতিক বিশ্বাস, আচরণ ও কর্মকাণ্ডে তিনি এক চুলও তার আদর্শ থেকে নড়েননি। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গেছেন। আদর্শের প্রশ্নে তিনি ছিলেন অবিচল, পাহাড়ের মতো অটল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পুরস্কৃত করেছেন, জাতীয় সংসদে গুলশান আসনে মনোনয়ন দানের মাধ্যমে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তিনি এলাকাবাসীর জন্য কিছু করার সময় পাননি।’

চিত্রনায়ক ফারুকের বেশ কয়েকটি চলচ্চিত্র ভালো লেগেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তিনি ভালো লাগার মতোই নায়ক ছিলেন। তার লাইফটা ছিল কালারফুল। একদিকে তিনি ছিলেন ভালো নায়ক, অন্যদিকে রাজনীতিবিদ। শুধু তাই নয়, তিনি ছিলেন একজন সক্রিয় রাজনীতিবিদ।’

সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চিত্রনায়ক ফারুক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ফারজানা পাঠান, কন্যা ফারিহা তাবাসসুম পাঠান ও পুত্র রওশন হোসেন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য ভক্তবৃন্দ রেখে গেছেন।

মঙ্গলবার (১৬ মে) সকাল ৭টা ৪০ মিনিটের ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তার মরদেহ দেশে পৌঁছায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *