ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে মোংলা বন্দরে নোঙ্গর করেছে নৌ বাহিনী ও কোস্টগার্ডের চারটি যুদ্ধ জাহাজ। শুক্রবার (১২ মে) রাতে বন্দরের সাত ও আট নম্বর জেটিতে চারটি জাহাজ নোঙ্গর করে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মো. শাহিন মজিদ এ তথ্য নিশ্চিত করেন।
নৌ বাহিনীর ‘বি এন এস বঙ্গবন্ধু’ ও ‘বি এন এস স্বাধীনতা’ এবং কোস্টগার্ডের ‘তাজউদ্দিন’ ও ‘সৈয়দ নজরুল’ জাহাজ।
ক্যাপ্টেন মো. শাহিন মজিদ বলেন, ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে নৌ বাহিনীর ‘বি এন এস বঙ্গবন্ধু’ ও ‘বি এন এস স্বাধীনতা’ এবং কোস্টগার্ডের ‘তাজউদ্দিন’ ও ‘সৈয়দ নজরুল’ জাহাজ বন্দরের জেটিতে নিরাপদে নোঙ্গর করেছে। দুর্যোগ কেটে গেলে পুনরায় এসব জাহাজ গন্তব্যে ফিরে যাবে।
এছাড়া আরও কয়েকটি যুদ্ধ জাহাজ মোংলার নৌ ঘাঁটি ও কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) ঘাঁটিতে নিরাপদে নোঙ্গরে আছে।