মস্কোর রেড স্কয়ারে বিজয় দিবস উপলক্ষ্যে ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সামরিক কুচকাওয়াজ শেষে ভাষণে তিনি বলেন, ইউক্রেনের বিরুদ্ধে আসল যুদ্ধ শুরু।
পুতিন আরো বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীকে যেভাবে পরাজিত হয়েছে, ইউক্রেনও সেইভাবে পরাজিত হবে।
রাশিয়া একটি “শান্তিপূর্ণ” ভবিষ্যৎ চায় জানিয়ে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর জন্য পশ্চিমা দেশগুলোকে দোষারোপ করেন পুতিন।ভাষণে পুতিন আরো বলেন যে, “বিশেষ সামরিক অভিযানে” অংশ নেয়া রাশিয়ান সৈন্যদের জন্য তিনি গর্বিত। রাশিয়ার রাষ্ট্রীয়তা এবং ভবিষ্যৎ নির্ভর করছে এই সৈন্যদের ওপর।
এ সময় রেড স্কোয়ারে উপস্থিত থাকা সৈন্যদের দিকে তাকিয়ে তিনি বলেন, “সবাই তোমাদের জন্য প্রার্থনা করছে,”
বিজয় দিবস উপলক্ষ্যে মস্কোর রেড স্কোয়ারে সামরিক কুচকাওয়াজ শেষে দেওয়া ভাষণে এসব কথা বলেন পুতিন।